প্রথম অধ্যায় :ইতিহাসের ধারণা : – প্রশ্নমান :: ১ 1.অ্যানালস্ পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে ওঠে? Ans: ফ্রান্সে 2. অ্যানালস্ পত্রিকা গোষ্ঠী কবে গড়ে ওঠে? Ans: 1929খ্রি : 3. ইংল্যান্ডে সামাজিক ইতিহাসচর্চার জনক কাকে বলে? Ans : ট্রেভেলিয়ানকে 4. নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে? Ans: সাধারণ মানুষের কথা 5. ভারতীয়রা কাদের কাছে আলু খাওয়া শেখে? Ans: পোর্তুগিজ 6. কোন খেলাকে বাইশ গজের খেলা বলা হয়? Ans: ক্রিকেট 7. কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব স্থাপিত হয়? Ans: 1889খ্রি : 8. ভারতে ফুটবল খেলা কারা প্রবর্তন করে? Ans: ইংরেজরা 9. পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা কী? Ans: মানাকালা 10. বোরিয়া মজুমদার কোন খেলার ইতিহাসচৰ্চা করেন? Ans: ক্রিকেট 11. কোন দেশকে কেকের দেশ বলা হয়? Ans: স্কটল্যান্ড 12. নতুন সামাজিক ইতিহাসচৰ্চা কোন শতকে শুরু হয়? Ans: বিশ শতকে 13. ” বাংলার সামাজিক ইতিহাস ” গ্রন্থের রচয়িতা কে? Ans: দুর্গাদাস সান্যাল 14. বাংলার প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই কোনটি? Ans: পাক রাজেশ্বর 15. ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? Ans: দাদাসাহেব ফালকেকে 16. ভারতীয় সংগীতের মূল উৎস কী? Ans:
# ১ নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর# ১) ইউরোপে কে প্রথম ছাপাখানা বা মুদ্রণ শিল্পের সূত্রপাত ঘটান? 👉 জোহান্স গুটেনবার্গ। ২) জোহান্স গুটেনবার্গ কবে কোথায় ছাপাখানা স্থাপন করেন? 👉1438 খ্রীঃ, জার্মানির মেইন্জ শহরে। ৩) গুটেনবার্গের ছাপাখানা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? 👉 গুটেনবার্গের বাইবেল(1454 খ্রীঃ)। ৪)"প্রিন্টিং ইন ক্যালকাটা" পুস্তিকাটি কে কবে রচনা করেন? 👉গ্রাহাম শ, 1800 খ্রীঃ। ৫) ছাপাখানার জনক কাকে বলা হয়? 👉 জোহান্স গুটেনবার্গ। ৬) বাংলার প্রথম সাপ্তাহিক সাময়িক পত্রিকার নাম কী? 👉সমাচার দর্পন। ৭) শ্রীরামপুর মিশন প্রেস কবে স্থাপিত হয়? 👉1800 খ্রীঃ। ৮) শ্রীরামপুর মিশন প্রেস কে অনুসরণ করে কোন কোন স্থানে ছাপাখানা স্থাপিত হয়? 👉 হুগলি জেলার উত্তরপাড়া, বালি, বলাগড়, ভদ্রেশ্বর, চন্দননগর প্রভৃতি স্থানে। ৯) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? 👉 1817 খ্রিস্টাব্দে, ডেভিড হেয়ার। ১০) ভারতের কোথায় এবং কবে প্রথম ছাপাখানা স্থাপিত হয়? 👉 1556 খ্রিস্টাব্দে, গোয়ায়। ১১) ভারতে কারা প্রথম ছাপাখানা স্থাপন করেছিলেন? 👉 পর্তুগিজরা। ১২) কলকাতায
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:: ১ নম্বরের জন্য ১) ব্রিটিশ ভারতে মোট কতগুলি অরণ্য আইন পাশ হয়েছিল? 👉 তিনটি-1865, 1878 ও 1927 খ্রিস্টাব্দে। ২) ভারতে কবে প্রথম অরণ্য আইন পাশ হয়? 👉 1865 খ্রিস্টাব্দে। ৩)1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছিল? 👉 তিন ভাগে (সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, গ্রামীণ অরণ্য)। ৫)কবে কার নেতৃত্বে প্রথম চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল? 👉 1768,-69 খ্রিস্টাব্দে ধলভূমের রাজা জগন্নাথ সিংহের নেতৃত্বে। ৬) 1798-99 খ্রিস্টাব্দে সংঘটিত চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে কারা নেতৃত্ব দিয়েছিল? 👉 দুর্জন সিংহ, অচল সিংহ, মাধব সিংহ প্রমুখ। ৭) মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে রক্ষী বাহিনীর কাজ করে জীবিকা নির্বাহকারী চুয়াড়দের কি বলা হতো? 👉পাইক। ৮)জঙ্গলমহল জেলা কবে গঠিত হয়? 👉1800 খ্রিস্টাব্দে। ৯)কোন কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠিত হয়েছিল? 👉 মেদিনীপুর, বাঁকুড়া,মানভূম বীরভূম প্রভৃতি। ১০)) গোবর্ধন দিকপতি কোন বিদ্রোহের নেতা ছিলেন? 👉 চুয়াড় বিদ্রোহের। ১১)) চুয়াড় শব্দের অর্থ কি? 👉 দুর্বৃত্ত ও নীচজাতি। ১২)মেদিনীপুরের লক্ষীবাঈ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন