দশম শ্রেণীর ইতিহাস :: প্রথম অধ্যায়



প্রথম অধ্যায় :ইতিহাসের ধারণা : –

  প্রশ্নমান :: ১

1.অ্যানালস্ পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে ওঠে?

Ans: ফ্রান্সে

2. অ্যানালস্ পত্রিকা গোষ্ঠী কবে গড়ে ওঠে?

Ans: 1929খ্রি :

3. ইংল্যান্ডে সামাজিক ইতিহাসচর্চার জনক কাকে বলে?

Ans : ট্রেভেলিয়ানকে

4. নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে?

Ans: সাধারণ মানুষের কথা

5. ভারতীয়রা কাদের কাছে আলু খাওয়া শেখে?

Ans: পোর্তুগিজ

6. কোন খেলাকে বাইশ গজের খেলা বলা হয়?

Ans: ক্রিকেট

7. কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব স্থাপিত হয়?

Ans: 1889খ্রি :

8. ভারতে ফুটবল খেলা কারা প্রবর্তন করে?

Ans: ইংরেজরা

9. পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা কী?

Ans: মানাকালা

10. বোরিয়া মজুমদার কোন খেলার ইতিহাসচৰ্চা করেন?

Ans: ক্রিকেট

11. কোন দেশকে কেকের দেশ বলা হয়?

Ans: স্কটল্যান্ড

12. নতুন সামাজিক ইতিহাসচৰ্চা কোন শতকে  শুরু হয়?

Ans: বিশ শতকে

13. ” বাংলার সামাজিক ইতিহাস ” গ্রন্থের রচয়িতা কে?

Ans: দুর্গাদাস সান্যাল

14. বাংলার প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই কোনটি?

Ans: পাক রাজেশ্বর

15. ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়?

Ans: দাদাসাহেব ফালকেকে

16. ভারতীয় সংগীতের মূল উৎস কী?

Ans: সামবেদ

17. ভারতের কোন শহরকে “সংস্কৃতির শহর ” বলা হয়?

Ans: কলকাতা

18. প্রথম কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?

Ans: 5 জুন 1974খ্রি :

19. ” র ” বা RAW কোন দেশের ইন্টেলিজেন্স বিভাগ?

Ans: ভারতের

20. “Military History of India” গ্রন্থের লেখক কে?

Ans: যদুনাথ সরকার

21. ভারতের ” অগ্নিযুগের অগ্নিকন্যা ” কাকে বলা হয়?

Ans: সরলাদেবী চৌধুরাণী

22. রঞ্জিত সিং কোন খেলায় পারদর্শী ছিলেন?

Ans: ক্রিকেট

23. ঠুংরি গানের প্রবর্তক কে?

Ans: গোলাম আলি খাঁ

24. ” এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি ” কার লেখা?

Ans: আচার্য প্রফুল্লচন্দ্র রায় |

25. ICC – এর পুরো নাম কী?

Ans: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল

26. ICC কবে স্থাপিত হয়?

Ans: 1989খ্রি :

27. ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে?

Ans: ইংল্যান্ডে

28. রসগোল্লার আবিষ্কারক কে?

Ans: হারাধন ময়রা

29. স্পঞ্জ রসগোল্লার জনক কে?

Ans: নবীনচন্দ্র দাস

30. ” কোচবিহারের ইতিহাস ” কে রচনা করেন?

Ans: ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়

31. কোন সময়কে নারীদশক বলা হয়?

Ans: 1975 – 85

32. বিহু কোন রাজ্যের নৃত্য শিল্প?

Ans: অসম

33. ভাংড়া কোথাকার নৃত্য শিল্প?

Ans: পাঞ্জাব

34. কার নেতৃত্বে চিপকো আন্দোলনের সূচনা (1974খ্রি 🙂 হয়?

Ans: সুন্দরলাল বহুগুণা

35. নর্মদা বাঁচাও আন্দোলন(1985খ্রি:) কার নেতৃত্বে শুরু হয়?

Ans: মেধা পাটেকর

36. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়?

Ans: জাতীয় মহাফেজখানায়

37. 'গরবা' কোন রাজ্যের নৃত্য শিল্প?

Ans: গুজরাট

38. ” সেদিনের কথা ” স্মৃতিকথাটি কার লেখা?

Ans: মণিকুন্তলা সেন

39. ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?

Ans: কলহন রচিত রাজতরঙ্গিনী

40. নিম্নবর্গীয় ইতিহাসচর্চার জনক কে?

Ans: রণজিৎ গুহ

41. ” মার্জিনাল ম্যান বা প্রান্তিক মানব ” গ্রন্থটি কার লেখা?

Ans: প্রফুল্ল চক্রবর্তী

42. কোন বর্ষকে নারীবর্ষরূপে পালন করা হয়?

Ans: 1975 খ্রিস্টাব্দকে

43. নাট্যশাস্ত্র কোন বেদ নামে পরিচিত?

Ans: পঞ্চম বেদ

44. ” নবান্ন ” নাটকটির রচয়িতা কে?

Ans: বিজন ভট্টাচার্য

45. বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কী?

Ans: সত্তর বৎসর

46. সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কী?

Ans: জীবনের ঝরাপাতা

47.” History from below ” – প্রবন্ধটির রচয়িতা কে?

Ans: ই পি থমসন

48. ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?

Ans: 1792 খ্রি :

49. মান্না দে – র লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী?

Ans: জীবনের জলসাঘরে

50. ” নদীয়া কাহিনি ” কার লেখা?

Ans: কুমুদনাথ মল্লিক


51. ” সাইলেন্ট স্প্রিং ” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: রাচেল কারসন


52. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল এর চিঠিগুলি বাংলা ভাষায় কী শিরোনামে প্রকাশিত হয়?


Ans: কল্যাণীয়াসু ইন্দু শিরোনামে


53. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিটির নাম কী?


Ans: লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার


54. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল এর চিঠিগুলি হিন্দি ভাষায় কে, কী নামে প্রকাশ করেন?


Ans: মুন্সি প্রেমচাঁদ ” পিতা কে পত্র পুত্রী কে নাম ” শিরোনামে প্রকাশ করেন


55. ” ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন ” – কার উক্তি?


Ans: ই এইচ কার


56. ” টোয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রিডম ” গ্রন্থের রচয়িতা কে ছিলেন?


Ans: বোরিয়া মজুমদার


57. পাঞ্জাবে উটচালকদের গানকে কী বলা হত?


Ans: টপ্পা


58. টপ্পা গানের প্রবর্তক কে?


Ans: গোলাম নবি


59. কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী?


Ans: কেরল


60. কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্যশৈলী?


Ans: অন্ধ্রপ্রদেশ


61. সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি?


Ans: পথের পাঁচালী (1955সালে মুক্তিলাভ করে )


62.প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কী?


Ans: বিল্বমঙ্গল


63. প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কী?


Ans: জামাইষষ্ঠী (1931)


64. ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয়?


Ans: 1871খ্রি :


65. চিপকো আন্দোলন কোন রাজ্যে হয়েছিল?


Ans: উত্তরাখন্ড রাজ্যে


66. নর্মদা বাঁচাও আন্দোলন ভারতবর্ষের কোন অংশে সংঘটিত হয়?


Ans: দাক্ষিণাত্যে সংঘটিত হয়


67. কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?


Ans: 1835খ্রি :


68. ” বীরাষ্টমী ব্রত ” – এর কথা কোন গ্রন্থ থেকে জানা যায়?


Ans: জীবনের ঝরাপাতা


69. ” লক্ষ্মীর ভান্ডার ” কে গড়ে তোলেন?


Ans: সরলাদেবী চৌধুরাণী


70. ” ডান্স অব ইন্ডিয়া ” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: শোভনা গুপ্তা


71. ” বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী ” – কার রচনা?


Ans: অবনীন্দ্রনাথ ঠাকুর


72. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ” সত্তর বৎসর ” – এ কটি অধ্যায় আছে?


Ans: 27টি


73. কীর্তন গানের প্রবক্তা কে ছিলেন?


Ans: শ্রীচৈতন্যদেব


74. ” স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না ” – উক্তিটি কার?


Ans: স্বামী বিবেকানন্দ


75. বঙ্গদর্শন পত্রিকাটি কবে প্রথম প্রাকাশিত হয়?


Ans: 1872খ্রি :


76. বঙ্গদর্শন পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন?


Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


77. কোন পত্রিকায় সর্বপ্রথম ” বন্দেমাতরম ” সংগীতটি প্রকাশিত হয়?


Ans: বঙ্গদর্শন


78.  ” সোমপ্রকাশ ” পত্রিকাটির প্রথম প্রকাশ কবে হয়?


Ans: 1858খ্রি :


79. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সংবাদপত্র কোনটি?


Ans: সোমপ্রকাশ


80. ভরতনাট্যম ভারতের কোন অঞ্চলের নৃত্য রীতি?


Ans: দক্ষিণ ভারত (তামিলনাড়ু )


81. কত খ্রিস্টপূর্বাব্দে প্রথম অলিম্পিক গেম হয়?


Ans: 776 খ্রিস্টপূর্বাব্দে


82. কবে থেকে নতুন সামাজিক ইতিহাসচর্চার সূচনা হয়?


Ans: 1960 -এর দশক থেকে


83. ” ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয়, বেশিও নয় ” – কে বলেছেন?


Ans: বিউরি


84. কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব শ্বেতাঙ্গ দল ইস্ট ইয়র্কশায়ারকে পরাজিত করে প্রথমবার আই এফ এ শিল্ড জয় করে?


Ans: 1911 খ্রি :


85. ” সুবর্ণরেখা ” চলচ্চিত্রটির পরিচালক কে?


Ans: ঋত্বিক ঘটক


86. ” নমো হিন্দুস্তান ” গানটি কার লেখা?


Ans: সরলাদেবী চৌধুরাণী


87. নাট্যশাস্ত্রকে ” পঞ্চম বেদ ” বলে অভিহিত করেছেন কে?


Ans: ভরতমুনি


88. ” একাত্তরের ডায়েরি ” গ্রন্থটি কার লেখা?


Ans: সুফিয়া কামাল


89. ” সাব – অলটার্ন ” শব্দটি কে প্রথম ব্যবহার করেন?


Ans: আন্তোনিও গ্রামসি


90. সোমপ্রকাশ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?


Ans: দ্বারকানাথ বিদ্যাভূষণ


91. ” অরণ্যের দিনরাত্রি ” চলচ্চিত্রটি কে পরিচালনা করেন?


Ans: সত্যজিৎ রায়


92. বিপিনচন্দ্র পাল তাঁর স্মৃতিকথায় কোন নাটকের উল্লেখ করেছেন?


Ans: নীলদর্পন


93. ঠাকুরবাড়ির যে মহিলা ঘোমটার বদলে টুপি পরতেন তাঁর নাম কী?


Ans: স্বর্ণকুমারী দেবী


94. ” টিনের তলোয়ার ” নাটকটি কে পরিচালনা করেন?


Ans: উৎপল দত্ত


95. বাংলা সংগীত সম্পর্কে সবথেকে পুরোনো লিখিত নিদর্শন কোনটি?


Ans: চর্যাপদ


96. মহাত্মা গান্ধির আত্মজীবনীর নাম কী?


Ans: দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ


97. সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কী?


Ans: প্লেয়িং ইট মাই ওয়ে


98. ” ছেড়ে আসা গ্রাম ” গ্রন্থটির রচয়িতা কে?


Ans: দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়


99. ” রসগোল্লা : বাংলার জগৎমাতানো আবিষ্কার ” – কার লেখা?


Ans: হরিপদ ভৌমিক


100. ” সিনেমা এলো কেমন করে ” – কার লেখা?


Ans: ফারহানা মিলি


101. বর্তমানে বাঙালি নারীরা কোন পদ্ধতিতে শাড়ি পরে?


Ans: ব্রাহ্মিকা পদ্ধতিতে


102. ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরার প্রচলন কারা করেন?


Ans: জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মেয়েরা


103. গথিক স্থাপত্যের একটি নিদর্শন লেখো?


Ans: কলকাতা হাইকোর্ট (1872)


104. ” অশান্ত অরণ্যজীবন ” – কার লেখা?


Ans: রামচন্দ্র গুহ


105. সরলাদেবী কোন বিষয়ে স্নাতক ছিলেন?


Ans: ইংরেজি


106. সরলাদেবীর বংশ পরিচয় কী?


Ans: রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগনি, রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী দেবী ও তাঁর স্বামী জানকীনাথ ঘোষালের দ্বিতীয় কন্যা |


107. প্রথম বাংলা মাসিক পত্রিকা কোনটি?


Ans: দিগদর্শন


108. প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি?


Ans: সমাচার দর্পণ


109. জওহরলাল নেহরু মেয়ে ইন্দিরাকে যে চিঠি লিখেছিলেন সেই চিঠির সংখ্যা কত?


Ans: 30 টি (মতান্তরে 23 টি )


110.জওহরলাল নেহরু কবে মেয়ে ইন্দিরাকে চিঠিগুলি লিখেছিলেন?


Ans: 1928 সালে, তখন ইন্দিরা মুসৌরিতে এবং তার বয়স মাত্র 10 বছর |


111. জওহরলাল নেহরুর চিঠিগুলি কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়?


Ans: 1929 সালে


112.ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?


Ans: 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি সম্পাদিত ইংরেজি সংবাদপত্র বেঙ্গল গেজেট |এটি কিন্তু একটি সাপ্তাহিক পত্রিকা |এটি ইংরেজিতে লেখা মনে রাখতে হবে |


113. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি?


Ans: 1818খ্রি : শ্রীরামপুর থেকে প্রকাশিত এবং জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত মাসিক পত্রিকা দিগদর্শন


114. ” An Autobiography ” – কার আত্মজীবনী?


Ans: জওহরলাল নেহরু


115. ” The Indian Struggle” – কার আত্মজীবনী?


Ans: সুভাষচন্দ্র বসু


116. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ” সত্তর বৎসর ” কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?


Ans: রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায়


117. কার অনুরোধে বিপিনচন্দ্র পাল তাঁর আত্মজীবনী লিখতে শুরু করেন?


Ans: প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় এর অনুরোধে


118. ” সত্তর বৎসর ” কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়?


Ans: 1954খ্রি :


119. বিপিনচন্দ্র পালের আত্মজীবনীতে কত বছরের স্মৃতিকথা বিবৃত হয়েছে?


Ans: 22 বছরের (1858খ্রি : – 1880 খ্রি : পর্যন্ত )


120.বাঙালিদের মধ্যে ফুটবলে প্রথম পা ছোঁয়ান কে?


Ans: নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী


121. ” বঙ্গীয় নাট্যশালার ইতিহাস ” – গ্রন্থটির রচয়িতা কে?


Ans: ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


122. ” হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস ” – কার লেখা?


Ans: প্রফুল্লচন্দ্র রায়


123. ” উইমেন ইন মডার্ন ইন্ডিয়া ” – কার লেখা?


Ans: নীরা দেশাই, জেরান্ডিন ফোবর্স


124. ক্যালকাটা ক্রিকেট ক্লাব (সি. সি. সি ) কবে প্রতিষ্ঠিত হয়?


Ans: 1792 খ্রি :


125. ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত?


Ans: লন্ডনে


126. গোয়েন্দা ও পুলিশ বিভাগ কার কার আমলে গঠিত হয়?


Ans: লর্ড ডাফরিন ও লর্ড কর্নওয়ালিস এর আমলে


127. জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?


Ans: দিল্লিতে


128. নবগোপাল মিত্রের হিন্দু মেলার উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়?


Ans: রবীন্দ্রনাথের জীবনস্মৃতি গ্রন্থে


129. ” মিলে সবে ভারতসন্তান ” – গানটির রচয়িতা কে?


Ans: সত্যেন্দ্রনাথ ঠাকুর


130. সরলাদেবী চৌধুরানি কোন উৎসবের অনুকরণে কলকাতায় প্রতাপাদিত্য উৎসব চালু করেন?


Ans: মহারাষ্ট্রের শিবাজি উৎসবের অনুকরনে


131. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?


Ans: প্রবাসী পত্রিকায়


132. জীবনস্মৃতি কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়?


Ans: 1912 খ্রি :


133.পেশাদারি ইতিহাসচর্চার মূল স্থপতি কে ছিলেন?


Ans: লিওপোল্ড ভন  র‌্যাংকে


134. খেলাধুলার ইতিহাসচর্চা শুরু হয় কবে থেকে?


Ans: 1970 খ্রি : থেকে


134. কোন যুগে বাঙালিরা নিরামিষ ভোজন করতে শেখে?


Ans: পাল – সেন যুগে


135. ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়?


Ans: দাদা সাহেব ফালকে


136. ভারতীয় ক্রিকেটের পথিকৃৎ কে ছিলেন?


Ans: রণজিৎ সিং


137. গোবর গুহের প্রকৃত নাম কী?


Ans: যতীন্দ্রপ্রসাদ গুহ


138. যতীন্দ্রপ্রসাদ গুহ কোন খেলায় পারদর্শী ছিলেন?


Ans: কুস্তি ও মল্লযুদ্ধ


139. গোষ্ঠ পাল কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?


Ans: ফুটবল


140. কত খ্রি: ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়?


Ans: 1920 খ্রি :


141. ভারতের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয়?


Ans: কলকাতা


142. খেলার রাজা বলা হয় কোন খেলাকে?


Ans: ক্রিকেট


143. ভারতে কবে ক্রিকেট খেলা শুরু হয়?


Ans: 1921 খ্রি:


144. ভারতীয় চলচ্চিত্রের পথিকৃৎ কাকে বলা হয়?


Ans: হীরালাল সেন


145. ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি কী?


Ans: রাজা হরিশচন্দ্র (1913 খ্রি : )|এই ছবিটি পরিচালনা করেছিলেন দাদাসাহেব ফালকে |


146. বাংলা ভাষায় প্রথম নির্বাক ছবি কোনটি?


Ans: বিল্বমঙ্গল (1919 খ্রি 🙂


147. ভারতে প্রদর্শিত প্রথম সবাক ছবি কোনটি?


Ans: মেলোডি অব লাভ


  *** ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা


148. হিন্দি ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি?


Ans: আলম আরা


149. কাওয়ালির জনক কাকে বলা হয়?


Ans: আমির খসরুকে


150. ” গ্রিন ইম্পিরিয়ালিজম ” গ্রন্থের লেখক কে?


Ans: রিচার্ড গ্রোভ


151. আর জি কর হাসপাতালের প্রতিষ্ঠাতা কে?


Ans: রাধাগোবিন্দ কর |1916 খ্রি : এটি প্রতিষ্ঠিত হয় |


152. আর জি কর হাসপাতালের পূর্বনাম কী ছিল?


Ans: বেলগাছিয়া মেডিক্যাল কলেজ


153. ভারতের কোন বিদ্রোহকে ” টেলিগ্রাফ ওয়ার ” বলা হয়?


Ans: সিপাহি বিদ্রোহকে


154. কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়?


Ans: প্রতি বছর 8 মার্চ (আট মার্চ )


155. ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনক কাকে বলা হয়?


Ans: উদয়শঙ্করকে


156. ” ইন্ডিয়া উইন্স ফ্রিডম ” – গ্রন্থের লেখক কে?


Ans: আবুল কালাম আজাদ


157. ভারতের কোন শহরকে ” সিটি অব ড্রিম ” বলা হয়?


Ans: মুম্বই


158. ” ইন্ডিয়া টুডে ” – গ্রন্থটির রচয়িতা কে?


Ans: রজনীপাম দত্ত


159. আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয়?


Ans: নতুন সামাজিক ইতিহাসকে


160.” বাইশ গজের খেলা ” বলা হয় কোন খেলাকে?


Ans: ক্রিকেট


161. দ্য অ্যানালস পত্রিকার সম্পাদক কে বা কারা ছিলেন?


Ans: মার্ক ব্লখ, লুসিয়েন ফেবর, লাঁদুরি প্রমুখ


162.” অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান ” গ্রন্থটির রচয়িতা কে?


Ans: নীরদচন্দ্র চৌধুরী


163. ” ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয়,  বেশিও নয় ” – কে বলেছেন?


Ans: বিউরি


164. আই এফ এ শিল্ড জয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন?


Ans: শিবদাস ভাদুড়ি


165. ” মোহিনীঅট্টম ” – নাচটি কোথাকার নৃত্য?


Ans: কেরালা


166. ” জীবনের ঝরাপাতা ” কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?


Ans: দেশ পত্রিকায়


167. ” আকালের সন্ধানে ” চলচ্চিত্রটির পরিচালক কে?


Ans: মৃনাল সেন


168. পরিবেশের ইতিহাসচৰ্চা কবে শুরু হয়?


Ans: 1970 – এর দশকে


169. বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি?


Ans: সোমপ্রকাশ


170. ” Historiography” কথাটির অর্থ কী?


Ans: ইতিহাসচৰ্চা


171.বীরাষ্টমী ব্রত – এর কথা জানা যায় কোন গ্রন্থ থেকে?


Ans: জীবনের ঝরাপাতা


172. ” মুর্শিদাবাদ কাহিনি ” – র রচয়িতা কে?


Ans: নিখিলনাথ রায়


173. ” প্রভাবতী সম্ভাষণ ” কার আত্মজীবনী?


Ans: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


174. সামরিক ইতিহাসচর্চা কোথায় প্রথম শুরু হয়?


Ans: ইংল্যান্ডে


175. অ্যানাল গোষ্ঠীর পত্রিকার প্রকাশ কবে শুরু হয়?


Ans: 1929 খ্রিস্টাব্দে


176. সাবলটার্ন স্টাডিজের প্রকাশক কে?


Ans: রণজিৎ গুহ


177. ভারতে কে কবে প্রথম নিম্নবর্গের ইতিহাসচৰ্চা শুরু করেন?


Ans: 1982 খ্রিস্টাব্দে রণজিৎ গুহ


178. ফ্রাঙ্ক ওরেল কে ছিলেন?


Ans: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক


179. ” বাপি বাড়ি যা ” গ্রন্থটির রচয়িতা কে?


Ans: গৌতম ভট্টাচার্য


180. উদয়শঙ্কর কী ধরণের নৃত্য পরিবেশন করতেন?


Ans: পাশ্চাত্য রীতিতে


181. ” একেই বলে শুটিং ” এবং ” বিষয় চলচ্চিত্র ” গ্রন্থ দুটির রচয়িতা কে?


Ans: সত্যজিৎ রায়


182. ” চলচ্চিত্র, মানুষ এবং আরও কিছু ” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: ঋত্বিক কুমার ঘটক


183. ” নদীয়া কাহিনি ” কার লেখা?


Ans: কুমুদনাথ মল্লিক


184. ” কলিকাতা দর্পণ ” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: রাধারমণ মিত্র


185. কার উদ্যোগে ভারতে ত্রিকোণমিতি সর্বেক্ষণ বিভাগ প্রতিষ্ঠিত হয়?


Ans: উইলিয়ম ল্যাম্বটনের উদ্যোগে


186. ” হিস্ট্রি অব সায়েন্স ” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: জে ডি বার্নাল


187. ” হুগলি জেলার ইতিহাস ” গ্রন্থটি কে রচনা করেন?


Ans : সুধীরকুমার মিত্র


188. ” কলকাতা সংক্রান্ত ” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: পূর্ণেন্দু পত্রী


189.” হিস্টোরিয়া ” গ্রন্থটির লেখক কে?


Ans: হেরোডোটাস


190.ইন্টারনেট কবে শুরু হয়?


Ans:1990 খ্রি :


191.বিষবৃক্ষ উপন্যাসটি কে রচনা করেন?


Ans:বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


192.একাত্তরের ডাইরি কার স্মৃতিকথা?


Ans: সুফিয়া কামাল


193.” ফেমিনিজম অব ডেথ ” গ্রন্থটির রচয়িতা কে?


Ans: ফ্রাঁসোয়া দোবান


194. ” অশান্ত অরণ্যজীবন ” গ্রন্থটি কে রচনা করেন?


Ans:রামচন্দ্র গুহ


195. ” বাঙালির ইতিহাস ” গ্রন্থটির রচয়িতা কে?


Ans:নীহাররঞ্জন রায়


196. ” Green Imperialism” গ্রন্থটির রচয়িতা কে?


Ans: রিচার্ড গ্রোভ


197.কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়?


Ans: 1872 খ্রি :


198. ” হিস্ট্রি অব সায়েন্স ” গ্রন্থটি কে লেখেন?


Ans: জে ডি বার্নাল


199. “পাক প্রণালী ” গ্রন্থের লেখক কে?


Ans: বিপ্রদাস মুখোপাধ্যায়


200.খাদ্যপ্রণালী সম্পর্কিত বাংলাভাষায় লিখিত প্রথম গ্রন্থ কী?


Ans: পাক রাজেশ্বর


201.” India wins freedom ” গ্রন্থের লেখক কে?


Ans: মৌলানা আবুল কালাম আজাদ


202.” Photography ” শব্দটি কোন শব্দ থেকে এসেছে?


Ans: ফরাসি শব্দ থেকে


203.কলকাতায় প্রথম বাংলা নাটক কবে মঞ্চস্থ হয়?


Ans: 1795 সালে


204.কলকাতার কোথায় প্রথম বাংলা নাটক মঞ্চস্থ হয়?


Ans: কলকাতার বেঙ্গলি থিয়েটারে


205.রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি কে ছিলেন?


Ans: এডউইন ল্যুটসেন্স


•••• সত্য অথবা মিথ্যা নির্ণয় করো ••••


1.মার্শাল আর্টের জন্ম চিন দেশে |


Ans: সত্য


2.বিশ্বে চলচ্চিত্রের জনক বলা হয় লুমিয়ের ব্রাদার্সদের |


Ans: সত্য


3.প্রতি সোমবার প্রকাশিত হত বলে পত্রিকাটির নাম রাখা হয় সোমপ্রকাশ |


Ans: সত্য


4.” মেঘে ঢাকা তারা ” চলচ্চিত্রটির পরিচালক হলেন মৃণাল সেন |


Ans: মিথ্যা


5.ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর |


Ans: সত্য


6.দাদাসাহেব ফালকে নামটি ভারতীয় ক্রীড়াজগতের সঙ্গে সম্পর্কযুক্ত |


Ans: মিথ্যা


7.ফটোগ্রাফি বলতে বোঝায় আলো দিয়ে লেখা |


Ans: সত্য


8.” মিলে সবে ভারত সন্তান ”  সংগীতটি রচনা করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর |


Ans: সত্য


9.” জীবনের ঝরাপাতা ” – এটি একটি স্মৃতিকথা |


Ans: সত্য


10.বিহু নাচ অসমের একটি জনপ্রিয় নৃত্যশৈলী |


Ans: সত্য


11.ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্রটি হল হিকির বেঙ্গল গেজেট |


Ans: সত্য


12.জাতীয় মহাফেজখানা কলকাতায় অবস্থিত |


Ans: মিথ্যা


13.1970 – এর দশকে নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু হয় |


Ans: মিথ্যা


14.” তত্ত্ববোধিনী পত্রিকা” – র সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত |


Ans: মিথ্যা


15.রিচার্ড গ্রোভের পরিবেশ বিষয়ক গ্রন্থটি হল “Green Imperialism” |


Ans: সত্য


16.মিশ্র স্থাপত্যশৈলীর নিদর্শন হল ভারতের রাষ্ট্রপতি ভবন |


Ans: সত্য


17.ইতিহাস হল একটি সমাজবিজ্ঞান |


Ans: সত্য


18.ভারতে নিম্নবর্গের ইতিহাসচৰ্চা শুরু হয় 1982 খ্রি: |


Ans: সত্য


19.রাজা বা নবাবের দরবারের সংগীতকে বলা হয় “দরবারি সংগীত ” |


Ans: সত্য


20.” নমো হিন্দুস্থান ” গানটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর |


Ans: মিথ্যা


21.বোরিয়া মজুমদার খেলার ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত |


Ans: সত্য


22.স্বর্ণকুমারী দেবী ঘোমটা ব্যবহার করতেন |


Ans: মিথ্যা


23.প্রিন্সেপ ঘাট ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন |


Ans: সত্য


24.” বীরাষ্টমী ব্রত ” পালন অনুষ্ঠানের সূচনা করেন সরলাদেবী চৌধুরানী |


Ans: সত্য


25.নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী হলেন মেধা পাটেকর |


Ans: সত্য


26.” মেঘে ঢাকা তারা ” – র উপজীব্য বিষয় ছিল উদবাস্তু সমস্যা |


Ans: সত্য


27.ভারতে বিপ্লবী চিন্তার জনক বলা হয় বিপিনচন্দ্র পালকে |


Ans: সত্য


28.অশনি সংকেত চলচ্চিত্রটির পরিচালক সত্যজিৎ রায় |


Ans: সত্য


29. বিধবা বিবাহ আন্দোলনে ” বঙ্গদর্শন ” পত্রিকার অবদান ছিল সবচেয়ে বেশি |


Ans: মিথ্যা


30.প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হল সোমপ্রকাশ |


Ans: সত্য


31.প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় গ্রিস দেশে |


Ans: সত্য


32.” ভারতীয় ক্রিকেটের ইতিহাস ” বইটির লেখক হলেন রামচন্দ্র গুহ |


Ans: সত্য


33.ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থ হল – ” রাজতরঙ্গিণী ” |


Ans: সত্য


34.দ্বিভাষিক ” দেবদাস ” চলচ্চিত্রটির পরিচালক ছিলেন প্রমথেশ বড়ুয়া |


Ans: মিথ্যা


35.” মায়ের দেওয়া মোটা কাপড় ” গানটি লেখেন রজনীকান্ত সেন |


Ans:সত্য


36.নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু একবিংশ শতাব্দীতে |


Ans: মিথ্যা


37.কৌশিক বন্দ্যোপাধ্যায়ের গবেষণার বিষয়বস্তু হল ক্রিকেট |


Ans: সত্য


38.উদয়শঙ্কর ও বিরজু মহারাজ ছিলেন প্রখ্যাত সংগীত শিল্পী |


Ans: মিথ্যা


39.নারী বিষয়ক ইতিহাসচৰ্চা শুরু হয় 1970 – এর দশকে |


Ans: সত্য


40.1985 খ্রি: চিপকো আন্দোলন হয় |


Ans: মিথ্যা


41.বারীন্দ্র কুমার ঘোষ সম্পাদিত পত্রিকাটি ছিল যুগান্তর |


Ans: সত্য


42.ড. রাজেন্দ্র প্রসাদের লেখা আত্মজীবনীটির নাম হল ” আত্মকথা ” |


Ans: সত্য


43.মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর |


Ans: সত্য


44.সোমপ্রকাশ পত্রিকায় কেবল ধর্মীয় বিষয় লেখা হত |


Ans: মিথ্যা


45.নব্য প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য উৎপাদক |


Ans: সত্য


46.নীরা দেশাই স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত ছিলেন |


Ans: মিথ্যা


47.1911 খ্রি: ইস্টবেঙ্গল ক্লাব আই এফ এ শিল্ড জয় করে |


Ans: মিথ্যা


48.বর্তমানে বাঙালী মেয়েরা ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরেন |


Ans: সত্য


49.1872 খ্রি: কলকাতায় জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠিত হয় |


Ans: সত্য


50.ফ্রাঙ্ক ওরেল ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক |


Ans: সত্য


  •••• সঠিক উত্তরটি নির্বাচন করো ••••


1.ইতিহাসচর্চার নানা ধারণাকে বলা হয় –


a.আদর্শ b.মতবাদ c.ঘরানা d.গোষ্ঠী


Ans: ঘরানা


2.বিপিনচন্দ্র পাল ছিলেন একজন –


a.নরমপন্থী নেতা b.চরমপন্থী নেতা c.উচ্চপদস্থ অফিসার d.কোনোটিই নয়


Ans: চরমপন্থী নেতা


3.” রাজনীতি বাদে ইতিহাসে যা থাকে, তা হল সামাজিক ইতিহাস ” – এ কথা বলেছিলেন –


 a.ট্রাভেলিয়ান b.বিউরি c.র‍্যাঙ্কে d.ই.এইচ কার


Ans:ট্রাভেলিয়ান


4.” নবান্ন ” নাটকের বিষয়বস্তু ছিল –


 a.সিপাহি বিদ্রোহ b.ফরাসি বিপ্লব c.বাংলার মন্বন্তর d.সাঁওতাল বিদ্রোহ


Ans: বাংলার মন্বন্তর


5.কলকাতা নগরীর পত্তন ঘটে –


 a.1680খ্রি: b.1690খ্রি: c.1912খ্রি: d.1911খ্রি:


Ans: 1690 খ্রি :


6.বাংলায় প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই হল –


a.পাকপ্রণালী b.পাকরাজেশ্বর c.বামাবোধিনী d.আমিষ – নিরামিষ


Ans: পাকরাজেশ্বর


7.বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় –


 a.1872খ্রি: b.1858খ্রি: c.1875খ্রি: d.1818খ্রি:


Ans: 1872খ্রি:


8.ইন্টারনেট শুরু হয় –


a.1985খ্রি : b.1989খ্রি: c.1979খ্রি: d.1991খ্রি:


Ans: 1989খ্রি:


9.আধুনিক ইতিহাসচর্চায় সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল –


a.আত্মজীবনী ও স্মৃতিকথা b.ব্যক্তিগত পত্র c.সরকারি নথিপত্র d.সংবাদপত্র


10.কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে –


 a.পরিবেশের ইতিহাসের b.ফটোগ্রাফির ইতিহাসের c.বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসের d.খেলাধুলার ইতিহাসের


Ans: বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসের


11.টপ্পা গানকে বাংলায় জনপ্রিয় করে তোলেন –


a.অজয় মুখার্জি b.রামনিধি গুপ্ত c.রামশঙ্কর ভট্টাচার্য d.সন্ধ্যা মুখোপাধ্যায়


Ans: রামনিধি গুপ্ত


12.” বেঙ্গল স্কুল অব আর্ট ” প্রতিষ্ঠা করেন –


 a.গগনেন্দ্রনাথ ঠাকুর b.দেবেন্দ্রনাথ ঠাকুর c.রবীন্দ্রনাথ ঠাকুর d.অবনীন্দ্রনাথ ঠাকুর


Ans: অবনীন্দ্রনাথ ঠাকুর


13.হিকির বেঙ্গল গেজেট ছিল একটি –


  a.সাপ্তাহিক পত্রিকা b.দৈনিক পত্রিকা c.মাসিক পত্রিকা d.পাক্ষিক পত্রিকা


Ans: সাপ্তাহিক পত্রিকা


14.হকি খেলার সূচনা হয় –


  a.পাকিস্তানে b.ভারতে c.ফ্রান্সে d.ইংল্যান্ডে


Ans: ইংল্যান্ডে


15.কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় –


a.1850খ্রি: b.1835খ্রি: c.1863খ্রি: d.1901খ্রি:


Ans: 1835খ্রি:


16.জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় –


a.দেশ পত্রিকায় b.প্রবাসী পত্রিকায় c.বঙ্গদর্শন পত্রিকায় d.সোমপ্রকাশ পত্রিকায়


Ans: দেশ পত্রিকায়


17.প্রথম স্বীকৃত ভারতীয় ফোটোগ্রাফারের নাম হল – a.লীলা বনসল b.লীলা গুহঠাকুরতা c.লীলা মজুমদার d.লালা দীনদয়াল


Ans: লালা দীনদয়াল


••••A- স্তম্ভের সঙ্গে B- স্তম্ভ মেলাও ••••


 1.)


A – স্তম্ভ                                 B – স্তম্ভ   

________________________________________

1.মায়াপুরি                              (a) লন্ডন


2.সংস্কৃতির শহর                      (b) মুম্বই


3.গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন   (c) কলকাতা


4.উনিশ শতকের বিশ্বে প্রথম বৃহত্তম শহর  (d) কলকাতা হাইকোর্ট


Ans: 1—(b), 2—(c), 3—(d),4—(a)


2.)


A – স্তম্ভ।                                B – স্তম্ভ

_______________।       ____________________

1.বঙ্গদর্শন                  (a) দ্বারকানাথ বিদ্যাভূষণ


2.সমাচার দর্পণ          (b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


3.বেঙ্গল গেজেট         (c) সাময়িক পত্রিকা


4. সোমপ্রকাশ             (d) সংবাদপত্র



Ans: 1—(b), 2—(c), 3—(d), 4—(a)


3.)


A – স্তম্ভ                               B – স্তম্ভ

____________&&&___________________

1.নবান্ন                               (a) উৎপল দত্ত


2.বাবার কথা                      (b) বিজন ভট্টাচার্য


3.বাঙ্গালীর ইতিহাস             (c) উমা দেবী


4.টিনের তলোয়ার               (d) নীহাররঞ্জন রায়


Ans: 1— (b), 2—(c), 3—(d), 4—(a)



4.   A – স্তম্ভ                                  B – স্তম্ভ

______''''________।      ___________'''''''_______

1.পার্থ চট্টোপাধ্যায়        (a) উইমেন ইন মডার্ন ইন্ডিয়া

 2.আমি সূর্য সেনের কন্যা     (b) রমা জোশী


3.জেরেলাইন ফোবর্স          (c) আশালতা সরকার


4.  ডটারস অফ ইন্ডিপেন্ডেন্স             (d) রিকাস্টিং উইমেন



Ans: 1—(d), 2—(c), 3—(a), 4—(b)


5.)


A – স্তম্ভ                                   B – স্তম্ভ

____________&&&&&&&&&________________

1.গজল                                    (a) চিত্রকলা


2.পঞ্চম বেদ                              (b) সংগীত


3.নব্যবঙ্গীয় রীতি                       (c) নাট্যশাস্ত্র


4.ইন্দো – সারাসেনীয় রীতি         (d) স্থাপত্য


Ans: 1—(b), 2—(c), 3—(a), 4—(d)


6.)


A – স্তম্ভ                      B – স্তম্ভ


1. 1974  খ্রি :      (a) অ্যানাল গোষ্ঠী


2. 1991 খ্রি :       (b) চিপকো আন্দোলন


3. 1929 খ্রি :       (c) নর্মদা বাঁচাও আন্দোলন


4.1985 খ্রি :        (d) দ্য অ্যাসোসিয়েশন অব ড্রেস হিস্টোরিয়ানস


                               


Ans: 1—(b), 2—(d), 3—(a), 4—(c)


7.)


A – স্তম্ভ                              B – স্তম্ভ

_____________     ___________________

1.তমস                                (a) বোরিয়া মজুমদার


2.লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার  (b) জওহরলাল নেহরু


3.মেঘে ঢাকা তারা                 (c) ঋত্বিক ঘটক


4.দ্য ইলাসট্রেটেড হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট (d) গোবিন্দ নিহালনি


Ans: 1—(d), 2—(b), 3—(c), 4—(a)


8.)


A – স্তম্ভ                            B – স্তম্ভ

_____________    _________________

1.শহরের ইতিহাসচর্চা           (a) মুর্শিদাবাদ কাহিনি


2.স্থানীয় ইতিহাসচর্চা          (b) ভারতীয় ফৌজের ইতিহাস


                                             


3.সামরিক ইতিহাসচর্চা         (c) কলিকাতা দর্পণ


4.পরিবেশের ইতিহাসচর্চা     (d) ইকোলজি এন্ড ইকুইটি                                                


Ans: 1—(c), 2—(a), 3—(b), 4—(d)


9.)


A – স্তম্ভ                            B – স্তম্ভ

__________    ________________________

1.ভারতীয় সংগীতের উৎস           (a) গজল


2.আরবে রাজার প্রতি স্তুতি-         (b) পুরুলিয়া-


মূলক গানের প্রস্তাবনা


3.মুখোশ পরা ছৌনাচ       (c) বড়ে গোলাম আলি খাঁ


4.ঠুংরি গানের প্রবর্তক                 (d) সামবেদ


Ans: 1—(d), 2—(a), 3—(b), 4—(c)


10.)


A – স্তম্ভ                            B – স্তম্ভ

__________        ____________________

1.মার্শাল আর্ট                      (a) নিম্নবর্গীয় ইতিহাস


2.ড. রণজিৎ গুহ                 (b) আফ্রিকার প্রাচীন


                                                      খেলা


3.নিউ সোশ্যাল হিস্ট্রি              (c) চিন


4.মানাকালা                          (d) হার্বার্ট গুডম্যান


Ans:1—(c), 2—(a), 3—(d), 4—(b


                      প্রশ্নমান: ২


 নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝ?

অথবা

সামাজিক ইতিহাস কী?

Ans: 1960-70 এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চায় শুধু রাজা – মহারাজা ও অভিজাতবর্গের আলোচনা নয় ;সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, প্রান্তিক অন্ত্যজদের আলোচনা এবং দৈনন্দিন জীবনযাপন গুরুত্ব পেয়েছে |ড. রণজিৎ গুহ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন |নতুন সামাজিক ইতিহাস চর্চার দ্বারা সমাজের বিভিন্ন শ্রেণী, জাতি – বর্ণ, হিংসা ও সম্প্রীতির অনুসন্ধান করা যায় |

2. অ্যানাল স্কুল বা অ্যানাল পত্রিকা গোষ্ঠী বলতে কী বোঝ?

Ans: 1928 খ্রি : মার্ক ব্লখ ও লুসিয়েন ফেবর ফ্রান্সে দ্য অ্যানাল নামে একটি পত্রিকা প্রকাশ করেন |পরের বছর অর্থাৎ 1929 খ্রি : তাঁদেরই হাত ধরে গড়ে ওঠে অ্যানাল স্কুল বা অ্যানাল পত্রিকা গোষ্ঠী|এই পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে সাধারণ মানুষের জীবন – জীবিকা ও তাদেরজীবন সংগ্রামের কথা নিয়ে নতুন ভাবে total history বা সামগ্রিক ইতিহাস চৰ্চা শুরু হয় |

3. Total history বা সামগ্রিক ইতিহাস কী?

Ans: নতুন সামাজিক ইতিহাস চর্চায় শুধু রাজা- মহারাজা ও অভিজাত বর্গের আলোচনা নয়, সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এবং সমস্ত বিষয়কে কেন্দ্র করে ইতিহাস চর্চা শুরু হয়েছে |এটিই হল total history বা সামগ্রিক ইতিহাস |ফ্রান্সে মার্ক ব্লখ, লুসিয়েন ফেবর প্রমুখের নেতৃত্বে অ্যানাল স্কুল total history চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখে |

4. নিম্নবর্গের বা নিম্নবর্গীয় ইতিহাসচর্চা বলতে কী বোঝ?

Ans: 1980 – এর দশক থেকে ভারত – সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের নিম্নবর্গের মানুষজনদের নিয়ে যে ইতিহাসচর্চা শুরু হয় তাকেই বলা হয় নিম্নবর্গীয় ইতিহাস |সমাজে যারা তথাকথিত অন্ত্যজ ও দলিত নামে পরিচিত সেইসব শ্রেণির কথা ও কাহিনি এই ধরনের ইতিহাসচর্চার বিষয়বস্তু |রণজিৎ গুহ, পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পান্ডে প্রমুখ ঐতিহাসিক এই ধরনের ইতিহাসচৰ্চা শুরু করেন |

5.স্থানীয় ইতিহাস বলতে কী বোঝ?

Ans: কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জনসমাজের নিজস্ব ইতিহাস হল স্থানীয় ইতিহাস |ওই অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয় স্থানীয় ইতিহাসের মাধ্যমে |যেমন – কলহনের “রাজতরঙ্গিণী ” হল কাশ্মীরের স্থানীয় ইতিহাস |

6.ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?

Ans: স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে সংশ্লিষ্ট জায়গার লোকপরম্পরা, শিল্প -স্থাপত্যের বিকাশ, আর্থসামাজিক বিবর্তন সম্পর্কে জানা যায় |জাতীয় এবং আন্তর্জাতিক ইতিহাস জানার ক্ষেত্রে স্থানীয় ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ |

7.খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কী?

Ans: খেলার ইতিহাস চর্চার মাধ্যমে লিঙ্গগত এবং জাতিগত বৈষম্য দূর হয় |কোন দেশ বা জাতির অতীত বিনোদন সম্পর্কে যেমন জানা যায় তেমনি জাতীয়তাবাদ ও জাতীয় সংহতিকে শক্তিশালী করে এই খেলাধূলা |তাছাড়া দুটো দেশ, সম্প্রদায় বা জাতির মধ্যে সম্পর্কের উন্নতি ঘটায় |

8.আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে?

Ans: আত্মজীবনী একটি লিখিত সাহিত্যিক উপাদান, যার মাধ্যমে সমকালীন সময়ের রাজনৈতিক ঘটনাবলী, সাংস্কৃতিক ঐতিহ্য, সমকালীন আর্থসামাজিক পরিস্থিতি প্রভৃতি বিষয়ে জ্ঞানলাভ করা যায় |আত্মজীবনীতে উল্লিখিত লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধিগুলি ইতিহাসের মূল্যবান উপাদান হিসেবে কাজে লাগতে পারে |

9.সরকারি নথিপত্র বলতে কী বোঝ?

Ans: যে সমস্ত নথিপত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ, ঘোষণা, আইন – কানুন, ঘটনাবলি ইত্যাদি তথ্যের আকারে সংরক্ষিত হয় তাকেই বলে সরকারি নথিপত্র |সরকারি নথিপত্র সাধারণত State Archives বা National Archives – এ সংরক্ষিত থাকে |

10.দুটি সরকারি নথিপত্রের উদাহরণ দাও |

Ans: 1835 খ্রিস্টাব্দের মেকলে মিনিটস এবং 1883 খ্রিস্টাব্দের হান্টার কমিশনের রিপোর্ট |

11.আত্মজীবনী ও স্মৃতিকথা কাকে বলে?

Ans: কোনো ব্যক্তি যখন সাবলীলভাবে নিজেই নিজের জীবনকথা সাহিত্যের আকারে লেখেন তখন তাকে আত্মজীবনী বলে |যেমন – রবীন্দ্রনাথ ঠাকুরের ” জীবনস্মৃতি ” |

             কোনো ব্যক্তির নিজের জীবনের স্মৃতিগুলি যখন সাহিতরূপে লিখিতভাবে বাস্তব রূপ নেয় তখন তাকে স্মৃতিকথা বলে |যেমন – দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের ” ছেড়ে আসা গ্রাম ” |

12.সাময়িকপত্র ও সংবাদপত্রের পার্থক্য কী?

Ans: A. সাময়িকপত্র একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশিত হয় |যেমন – সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ইত্যাদি |কিন্তু সংবাদপত্র প্রকাশিত হয় প্রতিদিন |

B. সাময়িকপত্রে সমকালীন খবরাখবরগুলি ছাড়াও কোনো মৌলিক রচনা বা গবেষণাকর্ম যথেষ্ট গুরুত্ব সহকারে প্রকাশিত হয় |কিন্তু সংবাদপত্রে সাম্প্রতিক খবর পরিবেশনই বেশি গুরুত্ব পায় |

C. সাময়িকপত্রের উদাহরণ হল – সমাচার দর্পণ, সংবাদপত্রের উদাহরণ হল – আনন্দবাজার পত্রিকা, বর্তমান ইত্যাদি |

13.কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়?

Ans: 1870 – এর দশককে বঙ্গদর্শনের যুগ বলা হয় |কারণ এই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত ও প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল সাহিত্য, শিল্প ও স্বাদেশিকতার আদর্শে পরিপূর্ণ |” বন্দেমাতরম ” সংগীতটি প্রথম এই পত্রিকাতেই ছাপা হয় |

14.ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী?

Ans: সংবাদপত্রগুলিতে উল্লিখিত সমসাময়িক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক খবরাখবর থেকে তথ্যাদি সংগ্রহ করে সেগুলি ইতিহাস রচনার কাজে ব্যবহার করা যেতে পারে |কোনো ঘটনা সম্পর্কে মানুষের জনমত, জনগণের অসন্তোষ, ক্ষোভ, বিদ্রোহ প্রভৃতি বিষয়ও সংবাদপত্র থেকে জানা যায় |

15.শিল্পচর্চার ইতিহাস বলতে কী বোঝ?

Ans: শিল্পচর্চার ইতিহাস বলতে সংগীত, নৃত্য, নাটক ও চলচ্চিত্রের ইতিহাস বোঝায় |এই বিষয়গুলির ইতিহাস আধুনিক ইতিহাসচর্চার অন্যতম বিষয়রূপে স্বীকৃত |এগুলি কোনো বিশেষ জনজাতির সাধারণ অর্থনৈতিক অবস্থা এবং সমাজ ও সাংস্কৃতিক জীবনের নানাদিক তুলে ধরে |

16.স্থাপত্যের ইতিহাস বলতে কী বোঝ?

Ans: ” স্থাপত্য ” শব্দটির উদ্ভব “স্থা ” থেকে, যার অর্থ কোনো কিছু স্থাপন বা তৈরি করা |স্থাপত্যগুলির মধ্যে নানা সৌধ, প্রাসাদ, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার, সমাধি প্রভৃতি বোঝায় |স্থাপত্যকীর্তি নির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগের ধারণা, শিল্পকলার বিবর্তন ও উন্নয়ণের ধারা এবং মানুষের রুচিবোধ, ধর্মবিশ্বাস, অর্থনীতি ও জীবনযাত্রার ধারণা পাওয়া যায় |

17.ইতিহাসচর্চায় ফটোগ্রাফি বা আলোকচিত্রের গুরুত্ব কী?

Ans: ফটোগ্রাফ থেকে নির্দিষ্ট কোনো ঘটনার বিবরণ ও পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যায় বলে ঐতিহাসিক ঘটনার প্রামাণ্য ভিত্তি আরও দৃঢ় হয় |ফটোগ্রাফি থেকে অতীতের কোনো বিষয়ের আলোকচিত্র ইতিহাসের উপাদান হিসেবে তথ্য যোগায় |প্রচলিত তথ্য বা ঘটনার সত্যাসত্য এর দ্বারা যাচাই করা সম্ভব হয় 

 ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর-- Marks- 4


1. 




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দশম শ্রেণীর ইতিহাস ( পঞ্চম অধ্যায়)

দশম শ্রেণীর ইতিহাস ( তৃতীয় অধ্যায়)