পোস্টগুলি

দশম শ্রেণীর ইতিহাস: চতুর্থ অধ্যায়

ছবি
*সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা:বৈশিষ্ট্য ও বিশ্লেষণ* **(1 নম্বরের প্রশ্ন ও উত্তর)** 1. কোন বিদ্রোহকে ‘মহাবিদ্রোহের অগ্রদূত’ বলা হয় ? - সাঁওতাল বিদ্রোহকে 2. ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহ কবে শুরু হয় ?- 1857 খ্রিস্টাব্দের 29 মার্চ 3. 1857 খ্রিস্টাব্দের সংগঠিত বিদ্রোহের নাম কী ? - মহাবিদ্রোহ। 4. ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা করেন কে ?- মঙ্গল পান্ডে 5. সিপাহি বিদ্রোহের একটি কেন্দ্রের নাম করো।- ব্যারাকপুর/দিল্লি। 6. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ? - মঙ্গল পান্ডে। 7. মঙ্গলপান্ডের ফাঁসি হয় কবে ?- 1857 খ্রিস্টাব্দে 8 এপ্রিল 8. মহাবিদ্রোহে যোগদানকারী একজন নেত্রীর নাম করো। - ঝাঁসির রানি লক্ষ্মীবাই। 9. 1857 খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহের একজন নেতার নাম করো।- নানাসাহেব। 10. সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ?- এনফিল্ড রাইফেলের ঘটনা। 11. সিপাহি বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছেন কে ? - দামোদর বিনায়ক সাভারকর 12. সিপাহি বিদ্রোহকে ‘প্রথম জাতীয় বিদ্রোহ’ বলে ঘোষণা করেন কে ?- ব্রিটিশ সাংসদ ডিজরেলী 13. সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলেছেন কে ? - রমেশ

দশম শ্রেণীর ইতিহাস ( পঞ্চম অধ্যায়)

ছবি
                #  ১ নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর# ১) ইউরোপে কে প্রথম ছাপাখানা বা মুদ্রণ শিল্পের সূত্রপাত ঘটান? 👉 জোহান্স গুটেনবার্গ। ২) জোহান্স গুটেনবার্গ কবে কোথায় ছাপাখানা স্থাপন করেন? 👉1438 খ্রীঃ, জার্মানির মেইন্জ শহরে। ৩) গুটেনবার্গের ছাপাখানা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? 👉 গুটেনবার্গের বাইবেল(1454 খ্রীঃ)। ৪)"প্রিন্টিং ইন ক্যালকাটা" পুস্তিকাটি কে কবে রচনা করেন? 👉গ্রাহাম শ, 1800 খ্রীঃ। ৫) ছাপাখানার জনক কাকে বলা হয়? 👉 জোহান্স গুটেনবার্গ। ৬) বাংলার প্রথম সাপ্তাহিক সাময়িক পত্রিকার নাম কী? 👉সমাচার দর্পন। ৭) শ্রীরামপুর মিশন প্রেস কবে স্থাপিত হয়? 👉1800 খ্রীঃ। ৮) শ্রীরামপুর মিশন প্রেস কে অনুসরণ করে কোন কোন স্থানে ছাপাখানা স্থাপিত হয়? 👉 হুগলি জেলার উত্তরপাড়া, বালি, বলাগড়, ভদ্রেশ্বর, চন্দননগর প্রভৃতি স্থানে। ৯) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? 👉 1817 খ্রিস্টাব্দে, ডেভিড হেয়ার। ১০) ভারতের কোথায় এবং কবে প্রথম ছাপাখানা স্থাপিত হয়? 👉 1556 খ্রিস্টাব্দে, গোয়ায়। ১১) ভারতে কারা প্রথম ছাপাখানা স্থাপন করেছিলেন? 👉 পর্তুগিজরা। ১২) কলকাতায