দশম শ্রেণীর ইতিহাস: চতুর্থ অধ্যায়
*সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা:বৈশিষ্ট্য ও বিশ্লেষণ* **(1 নম্বরের প্রশ্ন ও উত্তর)** 1. কোন বিদ্রোহকে ‘মহাবিদ্রোহের অগ্রদূত’ বলা হয় ? - সাঁওতাল বিদ্রোহকে 2. ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহ কবে শুরু হয় ?- 1857 খ্রিস্টাব্দের 29 মার্চ 3. 1857 খ্রিস্টাব্দের সংগঠিত বিদ্রোহের নাম কী ? - মহাবিদ্রোহ। 4. ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা করেন কে ?- মঙ্গল পান্ডে 5. সিপাহি বিদ্রোহের একটি কেন্দ্রের নাম করো।- ব্যারাকপুর/দিল্লি। 6. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ? - মঙ্গল পান্ডে। 7. মঙ্গলপান্ডের ফাঁসি হয় কবে ?- 1857 খ্রিস্টাব্দে 8 এপ্রিল 8. মহাবিদ্রোহে যোগদানকারী একজন নেত্রীর নাম করো। - ঝাঁসির রানি লক্ষ্মীবাই। 9. 1857 খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহের একজন নেতার নাম করো।- নানাসাহেব। 10. সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ?- এনফিল্ড রাইফেলের ঘটনা। 11. সিপাহি বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছেন কে ? - দামোদর বিনায়ক সাভারকর 12. সিপাহি বিদ্রোহকে ‘প্রথম জাতীয় বিদ্রোহ’ বলে ঘোষণা করেন কে ?- ব্রিটিশ সাংসদ ডিজরেলী 13. সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলেছেন কে ? - রমেশ