পোস্টগুলি

গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস

ছবি
  👉 ►গুপ্ত সাম্রাজ্য [Gupta Dynasty]:: মৌর্য সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে কুষাণরা ও দাক্ষিণাত্যে সাতবাহন রাজারা কিছুটা রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি স্থাপনে সক্ষম হয়েছিল । কিন্তু খ্রিস্টীয় তৃতীয় শতকের মধ্যভাগে উভয় সাম্রাজ্যের পতন হয় । উত্তর-পশ্চিম ভারতে বৈদেশিক আক্রমণ স্থিতিশীলতার পরিপন্থী ছিল । গুপ্ত সাম্রাজ্যের অভ্যুত্থানের ফলে এই রাজনৈতিক শুন্যতার অবসান হয় । কুষাণ ও সাতবাহন উভয় সাম্রাজ্যের বেশ কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভূক্ত হলেও অয়তনের দিক থেকে গুপ্ত সাম্রাজ্য মৌর্য সাম্রাজের তুলনায় ছোটো ছিল । গুপ্ত সাম্রাজ্য প্রধানত বিহার ও উত্তর প্রদেশেই সীমাবদ্ধ ছিল । বিহার অপেক্ষা উত্তর প্রদেশই ছিল এই সভ্যতার প্রাণকেন্দ্র এবং গোড়ার দিকে মুদ্রা ও শিলালিপি প্রধানত এখান থেকেই পাওয়া গেছে । গুপ্ত রাজারা সম্ভবত বৈশ্য সম্প্রদায়ভুক্ত ছিলেন এবং কুষাণ রাজাদের সামন্ত হিসাবে উত্তর প্রদেশে শাসন করতেন। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত । তিনি ২৭৫ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। ► প্রথম চন্দ্রগুপ্ত [Chandragupta- I] ( ৩১৯/২০ খ্রিস্টাব্দ থেকে - ৩৩৫ খ্রিস্টাব্দ পর্যন্ত): গু

সাতবাহন সাম্রাজ্যের ইতিহাস

ছবি
  👉সাতবাহন সাম্রাজ্য [Satabahanas dynasty] দাক্ষিণাত্য ও মধ্য ভারতে মৌর্যদের প্রভাব খুবই কম ছিল । অশোকের মৃত্যুর পর দাক্ষিণাত্যে মৌর্যদের আধিপত্য শেষ হয়ে যায় । কিন্তু যাতায়াতের অসুবিধা ও এখানকার অনুন্নত অর্থনীতি গোড়ার দিকে এই অঞ্চলকে বিদেশি আক্রমণ থেকে মুক্ত রাখে । ফলে খ্রিস্ট পূর্ব প্রথম শতক থেকে সাতবাহন বংশের রাজারা এই অঞ্চলে শক্তি সঞ্চয় করতে থাকে এবং প্রায় তিন শতক জুড়ে তাঁরা এই অঞ্চলে সগৌরবে রাজত্ব করেন। কিন্তু কুষাণদের আক্রমণে উত্তর-পশ্চিম ভারত থেকে বিতাড়িত হয়ে শকরা মালয়, কাথিয়াবাড় ও মহারাষ্ট্রের দিকে নজর দেওয়ায় তাদের সঙ্গে সাতবাহনদের সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছিল। সাতবাহন প্রাধান্য বিস্তারের পথে তারাই ছিল প্রধান অন্তরায়। আদি পরিচয় ও সাম্রাজ্য প্রতিষ্ঠা [The Origin of the Satabahanas] : পুরাণে সাতবাহনদের অন্ধ্র বা অন্ধ্রভৃত্য বলা হয়েছে, যা থেকে অনুমান করা হয় সাতবাহনদের আদি বাসস্থান ছিল অন্ধ্রদেশ । এই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে । সিমুক ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা । এই বংশের তৃতীয় রাজা প্রথম সাতকর্ণির আমলেই সাতবাহন সাম্রাজ্য শক্তিশালী হয়েওঠে । কিন্তু তাঁর মৃত্যুর পর শক জাত

কুষাণ সাম্রাজ্যের ইতিহাস

ছবি
   ►কুষাণ সাম্রাজ্য [Kushana Dynasty] : >আদি ইতিহাস [Kushana Invasion] : মৌর্য সম্রাজ্যের পতনের পর যে সমস্ত বৈদেশিক জাতি ভারতে অনুপ্রবেশ করে ছিল, তাদের মধ্যে কুষাণরাই ছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য । মৌর্যদের পর তারাই প্রথম একটি বিরাট সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিল । কুষাণদের ভারতে প্রবেশের ইতিহাস অত্যন্ত চিত্তাকর্ষক । চিনের উত্তর-পশ্চিম অংশে ইউ-চি নামে এক যাযাবর জাতি বাস করত। হিউঙ-নু নামে অপর এক যাযবর জাতির তাড়া খেয়ে তারা সিরদরিয়া নদীতীরবর্তী অঞ্চলে এসে সেখান থেকে শকদের বিতাড়িত করে বসবাস করতে শুরু করে । কিন্তু হিউঙ-নুরা এই অঞ্চল থেকেও তাদের উৎখাত করায় তারা আবার শকদের  (যারা ইতিপূর্বে তাদের তাড়া খেয়ে ব্যাকট্রিয়ায় বসতি স্থাপন করেছিল)  ব্যাকট্রিয়া থেকে উৎখাত করে । শকেরা বাধ্য হয়ে ভারত আক্রমণ করে । ব্যাকট্রিয়ায় আসার পর ইউ-চিদের দলগত সংহতি বিনষ্ট হয় ও তারা পাঁচটি পৃথক শাখায় বিভক্ত হয়ে যায়। কুষাণরা ছিল এই পাঁচ গোষ্ঠীর অন্যতম । চৈনিক ঐতিহাসিক সুমা-কিয়েনের মত অনুযায়ী কুজল কদফিসেস নামে জনৈক ইউ-চি ঐ পাঁচটি গোষ্ঠীকে পুনরায় ঐক্যবদ্ধ করেন ও ভারতে প্রবেশ করে কাবুল ও কাশ্মীর দখল করেন । এই কুজুল

দশম শ্রেণীর ইতিহাস: দ্বিতীয় অধ্যায়

ছবি
দ্বিতীয় অধ্যায়:সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা** প্রশ্নমান : 1 1.ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী? Ans: কাদম্বিনী গাঙ্গুলি 2.” শব্দকল্পদ্রুম ” নামক সংস্কৃত অভিধানের রচয়িতা কে? Ans: রাধাকান্ত দেব 3.রামমোহন কবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন? Ans: 1825 খ্রিস্টাব্দে 4.বাংলার কোন শতককে ” নবজাগরণের শতক ” বলা হয়? Ans: ঊনবিংশ শতককে 5.শ্রীরামপুর ত্রয়ী নামে করা পরিচিত ছিলেন? Ans: উইলিয়াম কেরি, জোসুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে 6. “গ্রামবাবার্ত্তাপ্রকাশিকা ” পত্রিকার সম্পাদক কে ছিলেন? Ans: হরিনাথ মজুমদার 7.কোন বড়লাটের আমলে বিধবাবিবাহ আইন পাস হয়? Ans: লর্ড ক্যানিং 8.কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভাইস চ্যান্সেলর কে ছিলেন? Ans: স্যার জেমস উইলিয়াম কোলভিন 9.ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন? Ans: রাজা রামমোহন রায় 10.কে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? Ans: স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে 11.” মেট্রোপলিটন ইন্সটিটিউশন ” এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? Ans: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 12.মেট্রোপলিটন ইন্সটিটিউশন – এর বর্তমান নাম কী? Ans: বিদ্যাসাগর কলেজ 13.বাংলার প্রথম

দশম শ্রেণীর ইতিহাস :: প্রথম অধ্যায়

ছবি
প্রথম অধ্যায় :ইতিহাসের ধারণা : –   প্রশ্নমান :: ১ 1.অ্যানালস্ পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে ওঠে? Ans: ফ্রান্সে 2. অ্যানালস্ পত্রিকা গোষ্ঠী কবে গড়ে ওঠে? Ans: 1929খ্রি : 3. ইংল্যান্ডে সামাজিক ইতিহাসচর্চার জনক কাকে বলে? Ans : ট্রেভেলিয়ানকে 4. নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে? Ans: সাধারণ মানুষের কথা 5. ভারতীয়রা কাদের কাছে আলু খাওয়া শেখে? Ans: পোর্তুগিজ 6. কোন খেলাকে বাইশ গজের খেলা বলা হয়? Ans: ক্রিকেট 7. কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব স্থাপিত হয়? Ans: 1889খ্রি : 8. ভারতে ফুটবল খেলা কারা প্রবর্তন করে? Ans: ইংরেজরা 9. পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা কী? Ans: মানাকালা 10. বোরিয়া মজুমদার কোন খেলার ইতিহাসচৰ্চা করেন? Ans: ক্রিকেট 11. কোন দেশকে কেকের দেশ বলা হয়? Ans: স্কটল্যান্ড 12. নতুন সামাজিক ইতিহাসচৰ্চা কোন শতকে  শুরু হয়? Ans: বিশ শতকে 13. ” বাংলার সামাজিক ইতিহাস ” গ্রন্থের রচয়িতা কে? Ans: দুর্গাদাস সান্যাল 14. বাংলার প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই কোনটি? Ans: পাক রাজেশ্বর 15. ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? Ans: দাদাসাহেব ফালকেকে 16. ভারতীয় সংগীতের মূল উৎস কী? Ans: