পোস্টগুলি

জুলাই, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দশম শ্রেণীর ইতিহাস ( ষষ্ঠ্য অধ্যায়)

ছবি
  #বহুৰিকল্পভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১) ১। ব্রিটিশ শাসনে সর্বাপেক্ষা শোষিত শ্রেণি ছিল- (ক) কৃষক শ্রেণি (খ) জমিদার শ্রেণি (গ) মধ্যবিত্ত শ্রেণি (ঘ) মুসলিম শ্রেণি Answer : (ক) কৃষক শ্রেণি ২। সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন- (ক) হেমন্তকুমার সরকার (খ) নরেশচন্দ্র গুপ্ত (গ) নজরুল ইসলাম (ঘ) আর এস নিম্বকার Answer : (ঘ) আর এস নিম্বকার ৩। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সূচনা হয়- (ক) ১৯১০ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯০৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে Answer : (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে ৪। বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা ছিলেন- (ক) মিঠুবেন প্যাটেল (খ) বল্লভভাই প্যাটেল (গ) দয়ালজি মেহতা (ঘ) মনিবেন প্যাটেল Answer : (খ) বল্লভভাই প্যাটেল ৫| মাদারি পাশি কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ? (ক) শ্ৰমিক (খ) রেল শ্রমিক (গ) বারদৌলি (ঘ) একা আন্দোলন Answer : (ঘ) একা আন্দোলন ৬। জৌনপুর ও প্রতাপগড় জেলায় কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন- (ক) বিনয় সিং পথিক (খ) বাবা রামচন্দ্র (গ) বীরেন্দ্র শাসমল (ঘ) সোমেশ্বর প্রসাদ চৌধুরী Answer : (খ) বাবা রামচন্দ্র ৭। মীরাট ষড